গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের-এর বাবা পরান আলী আর নেই। মঙ্গলবার(২৪ নভেম্বর) ভোরে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর বেড়বাড়ি গ্রামের হ্যাচারি জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
মরহুমের জানাযা নামাজে স্থানীয় সাংসদ অনুপম শাজাহান জয়, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা প্রশাসক ফজলুর রহমান খান ফারুক সহ জেলা-উপজেলার নেতাকর্মীরা অংশ নেবেন বলে পারিবারিক সূত্রে জানাগেছে।