গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে সাদা পোষাকের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে বলে খন্দকার রাশেদুল আলমের ছোট ভাই রাইসুল আমিন জানান।
তিনি অভিযোগ করেন, কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই জিজ্ঞাসাবাদের নামে রাশেদুল আলম রাশেদকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের (ডিবির) একটি দল আটক করে নিয়ে যায়।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক জানান, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল আলম রাশেদের নামে কোন মামলা নেই। তিনি কোন ওয়ারেন্টভূক্ত আসামীও নন। শুধুমাত্র হয়রানি করার জন্য সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তবে এ ব্যাপারে জেলা পুলিশ বা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায় নি।
এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপি নেতা মো. সাফি খানের নির্দেশে কালিহাতী উপজেলা ছাত্রদল তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ মিছিল করেন।
মিছিলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, ছাত্রদল নেতা মো. শরিফ মুল্লাসহ নেতাকর্মীরা অংশ নেয়।