গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বর্তমান কমিটিকে অসাংবিধানিক, ব্যর্থ, অকার্যকর ও পকেট কমিটি দাবি করে এবং তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছে আন্দোলনরত জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। এরআগে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২০১৫ সালের ২৪ জুন কোন সম্মেলন ছাড়াই সন্ত্রাসী, খুনী খান পরিবার সমর্থক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব ও সাধারণ সম্পাদক শামীম আল মামুন এই দুইজনের একটি কমিটি গঠিত হয়। এক বছর মেয়াদী দুইজনের এই কমিটির মেয়াদ শুক্রবার(২৪ জুন) শেষ হয়েছে। অভিযোগ করা হয়, তারা এই এক বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসা করে তারা জেলা ছাত্রলীগের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগ নেতা সোহেল ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, জেলা ছাত্রলীগ নেতা মনির সিকদার। এ সময় জেলা ছাত্রলীগের আন্দোলনরত নেতারা উপস্থিত ছিলেন।
অথচ গত এক বছর আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সকল কর্মকান্ড পরিচালনা করেছে। বক্তারা টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি অসাংবিধানিক, ব্যর্থ ও অকার্যকর দাবি করে তা দ্রুত বাতিলের দাবি জানান।
অপরদিকে, একই দাবিতে জেলার কালিহাতী, ভূঞাপুর, মির্জাপুর, নাগরপুর, গোপালপুর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।