গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের উদ্যোগে রোববার(২৪ জুলাই) বিকালে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মনির সিকদারের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা রনি আহমেদ, মুকুল, মিলন মাহমুদ, সৈকত চন্দ, হিমেল, সাজিদ খান, পারভেজ, হৃদয়, হাসান রিয়াদ, তানভীর, জাহিদ হাসান, সাদ্দাম, জিসান ও সাগর।
বক্তারা অর্থ পাচার মামলায় সাত বছররে সাজাপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে এনে রায় কার্যকরের দাবি জানায়, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।