গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা শনিবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মেইন রোডস্থ পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় পল্ল¬ীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের যুগপোযোগী সিদ্ধান্ত জিএম কাদের ও এবিএম রুহুল আমীন হাওলাদারকে পার্টির কো-চেয়ারম্যান ও মহাসচিব করায় অভিনন্দন জ্ঞাপন করা হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা করার জন্য স্ব স্ব উপজেলার সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেয়া হয়।