গণবপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার(৭ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত সমাবেশ ও প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বিপিএম(বার)।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) শফিকুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী মিয়া। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি মোখলেসুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে জনগনের বন্ধু হয়ে দায়িত্ব পালন করতে হবে। কোন পুলিশ সদস্য অপরাধে জড়িত হলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। তিনি বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।