গণবিপ্লব রিপোর্টঃ
দীর্ঘ ১২ বছর পর টাঙ্গাইল জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটিতে মো. শহিদুল ইসলাম খানকে(সবুজ লাইব্রেরি) সভাপতি ও খন্দকার আবু হানিফকে(তাজমহল লাইব্রেরি) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হচ্ছেন, সিনিয়র সভাপতি শাহ মো. হারুন অর রশিদ(শাহীন লাইব্রেরি), সহ-সভাপতি মো. মতিয়ার রহমান ছমির(স্কুল কলেজ লাইব্রেরি), মো. রুহুল আমীন(আমিন লাইব্রেরি), অধ্যাপক আনোয়ার হোসেন(বইঘর), মো. আলমগীর হোসেন(আলমগীর লাইব্রেরি), অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাষ্টার(মাষ্টার লাইব্রেরি), যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ(কিতাব মহল লাইব্রেরি), অপূর্ব নন্দী(টাঙ্গাইল বুক হাউজ), সোলায়মান ভূইয়া(বই বিচিত্রা), মো, গোলাম মোস্তফা ভূইয়া(বাবুল বই বিতান), ক্যাশিয়ার রকিবুল ইসলাম খান(খান বুক হাউজ), সম্মানিত সদস্য বিপুল (গ্রন্থ বিতান), এরশাদ ভূইয়া(আইডিয়াল লাইব্রেরি), মো. শহিদুল্লাহ(রহমানিয়া লাইব্রেরি), মো. আলমাছ হোসেন(কলেজ লাইব্রেরি), মির্জা মনিরুজ্জামান(বিস্মিল্লাহ লাইব্রেরি), শামীম আল মামুন(স্টুডেন্ট লাইব্রেরি), খন্দকার হারুন অর রশিদ(খন্দকার লাইব্রেরি) ও মো. খলিলুর রহমান(সুলভ লাইব্রেরি)।