ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার(১২ নভেম্বর) অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে টাঙ্গাইলের ইয়ুথ ক্লাব ২-০ গোলে ঢাকার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। প্রথমার্ধে তারা ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার ২১ মিনিটে ইয়ুথ কাবের নাইজেরিয়ান ফরোয়ার্ড ডিডন গোল করে দলকে (১-০) এগিয়ে নেয়। ২৫ মিনিটে ভিক্টোরিয়া গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ২৮ মিনিটে একই দলের রিন্টু পেনাল্টি বক্সে বল পেলে তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই ইয়ুথ ক্লাবের মোবারকের শট বারের উপর দিয়ে চলে যায়। ৫৭ মিনিটে একই ক্লাবের ডিডনের শট গোলরক্ষকের গায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। কর্ণার কিক থেকে তারা গোল করতে ব্যর্থ হয়। ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে ইয়ুথ ক্লাব ফ্রি-কিক লাভ করলেও তারা এ সুযোগ কাজে লাগাতে পারেনি। ৬৬ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ডিডনের শট বার ঘেঁষে বাইরে চলে যায়। ৭১ মিনিটে ইয়ুথ ক্লাবের আরেক নাইজেরিয়ান ফ্রাঙ্কের বাড়িয়ে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডিডন দুর্দান্ত শটে গোল করে (২-০)। এবারের টুর্ণামেন্টে এটি তার পঞ্চম গোল। অবশিষ্ট সময়ে আর কোন গোল না হওয়ায় টাঙ্গাইলের ইয়ুথ ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়।
খেলার রেফারী ছিলেন ফিফা রেফারী জসীম উদ্দিন। তাকে সহযোগিতা করেন ফিফা রেফারী হারুন অর রশিদ ও সুজিত ব্যানার্জী চন্দন।
আজকের (শুক্রবার) খেলাঃ ঢাকার পুলিশ এসি বনাম অগ্রণী ব্যাংক ক্লাব।