গণবিপ্লব রিপোর্টঃ
ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব, পুষ্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল সার্কিট হাউজ প্রাঙ্গণে শনিবার(১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মো. মাহবুব হেসেনের আমন্ত্রনে অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরসহ স্থানীয় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মিলনমেলায় পরিনত হয়। মেলায় ১২ টি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্টল সাজানো হয়
অনুষ্ঠানে চিতই, ভাপা, পাকন, পুলি, পাটিসাপটাসহ হরেক রকমের পিঠার প্রদর্শনী করা হয়। এছাড়াও সার্কিট হাউজের বাগানে হরেক রকমের ফুটন্ত ফুলের সুভাষ গ্রহন করেন আমন্ত্রিতরা।
বিকাল থেকে রাত পর্যন্ত শিল্পকলা একাডেমীর শিল্পীরা নেচে-গেয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনও নিজ কন্ঠে গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।