গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহান ভাষার মাস ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রোববার(১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের কুটুমবাড়ীতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা সন্তানদের সাংগঠনিকভাবে করণীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটী। এসময় আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জয়নাল আবেদীন ফারুক, সহকারী কমান্ডার খ. ফেরদৌস আলম রঞ্জু, সহকারী কমান্ডার গোলাম আকবর হোসেন, সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, সহকারী কমান্ডার শেখ আ. রশিদ, সহকারী কমান্ডার মো. হাবিবুর রহমান মিয়া, সহকারী কমান্ডার দপ্তর শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার রবিউল আলম গেরিলা প্রমুখ।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের টাঙ্গাইল জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।