মো. আল-আমিন খানঃ
“টাঙ্গাইল জেলা সিটিজেন জার্নালিস্ট গ্রুপ” এর কর্মকান্ড বিষয়ে ১৮ সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নদী খাল রক্ষা করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি শ্লোগান নিয়ে টাঙ্গাইল জেলার সকল নদী, খাল, জলাশয় ও পরিবেশ রক্ষার্থে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন এর সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত জাহান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, টাঙ্গাইল জেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুর মওলা, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির), ব্যাবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল জেলা বাস-কোচ, মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি), দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, চ্যানেল ৭১ এর জেলা প্রতিনিধি এম.এ রাজ্জাক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক নাজমুল হুদা নবীন, দৈনিক লোককথা পত্রিকার সহ- সম্পাদক আহমেদুল হক রতন সিদ্দিকী, বাংলদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীজন ও অন্যান্য ব্যক্তিবর্গ। ওই সময় টাঙ্গাইলকে আরো সুন্দর করতে “টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ” এর কর্মকান্ড বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই কর্মকান্ডে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন সহ সকল সচেতন নাগরিককে সম্পৃক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।