
টাঙ্গাইল ১৯ অক্টোবর ২০২০ : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের জাথালিয়া উত্তরপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম আছর উদ্দিন (৭০)। তার বাড়ি মির্জাপুর উপজেলার বংকুরী এলাকায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গেলো তিন থেকে চার মাস ধরে আছর উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে না পেয়ে মাইকিং করে। এরপর সোমবার দুপুরে পাশের উপজেলা কালিয়াকৈরের জাথালিয়া উত্তরপাড়া এলাকার জঙ্গলের ভেতর একটি কাঁঠাল গাছে তার মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আছর উদ্দিনের মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।