গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল নার্সিং ইন্সটিটিউটে দু-একজন শিক্ষিকার(ইন্সট্রাক্টর) অনিয়ম-দুর্নীতির কারণে ভয়াবহ ফলাফল বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ ওঠেছে। এবার বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়া ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১২ জন।
ফলাফলের এ করুণ বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে, দু-একজন শিক্ষিকার (ইন্সট্রাক্টর) অনিয়ম-দুর্নীতি ও সেচ্ছাচারিতা। ওই ইন্সট্রাক্টররা অনৈতিক সুবিধার জন্য ক্লাসে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের ম্যাচের(শিক্ষক-শিক্ষার্থীদের থাকা-খাওয়ার স্থান) বাজার করার জন্য পার্কবাজারেই অধিকাংশ সময় ব্যস্ত থাকায় ফলাফল বিপর্যয়ের মূল কারণ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক জনৈক ছাত্রী জানায়, প্রতিবছরই সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের বার বার ফেল করিয়ে সাবলি পরীক্ষা নেয়। এভাবে শিক্ষার্থীদের মানসিকতা ভেঙ্গে দেয়া হচ্ছে।
নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষিকা (ইন্সট্রাক্টর) সাবিনা ইয়াসমিন গত প্রথম বর্ষ সমাপনী ফান্ডামেন্টাল (Fundamental) বিষয়ে পরীক্ষায় প্রথম বর্ষের আয়শা আক্তার অসুস্থ্য থাকার ফলে মাত্র ১০ মিনিট পরীক্ষা দিলেও সে উক্ত বিষয়ে পাশ করে। এজন্য শিক্ষার্থী সহ জনমনে প্রশ্ন উঠেছে, তিন ঘণ্টার পরীক্ষা মাত্র ১০মিনিটে দিয়ে কিভাবে পাস করা যায়?
ওই শিক্ষার্থী আরও জানায়, শিক্ষার্থীদের খাবারের মিল হাউজ কিপারের পরিচালনা করার কথা থাকলেও মোটা অংকের লোভে ইনচার্জকে ম্যানেজ করে ইন্সট্রাক্টর সাবিনা অনেকদিন ধরে মিল পরিচালনা করে আসছিল। পরে খাবারের মান ও টাকা আতœসাতের দায়ে তাকে মিল পরিচালনা থেকে সরিয়ে নেয়া হয়েছে। সামান্য চা বা টুকিটাকি কিছু রান্না করার দরকার থাকলেও রান্না বন্ধ ও চুলা জিম্মি করে রাখা হয়েছে। সাবিনা ইয়াসমিন নিজে ছাত্রীদের ক্রয়কৃত ৪টি গ্যাসের চুলা ব্যবহার করছেন। অবৈধ ভাবে গেষ্ট রুমে মেয়েসহ থাকছেন তিনি।
ব্যক্তিগত কাজ যেমন কাপড় কাঁচা, রুম পরিস্কার, ভাল খাবার দিলেই ইন্সট্রাক্টর সাবিনা ইয়াসমিনের কাছের মানুষ হওয়া যায়। তার বিনিময়ে পাওয়া যায় ভাল ফলাফল, ছুটি ইত্যাদি। ওই শিক্ষার্থী আরও বলেন, আমরা এখানে খুবই অসহায়। নম্বর কম দেয়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ প্রমীলা রোগা জানান, এবার ফল বিপর্যয়ের কারণ শিক্ষার্থীরা সময়ের অভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিকে না পারা। ইন্সট্রাক্টর সাবিনা ইয়াসমিনের অনিয়ম-দুর্নীতি সম্পর্কে তিনি জানেন না। তাকে কোন অনিয়ম করতে তিনি দেখেননি, কেউ কোন অভিযোগও করেনি। তবে, কেউ অভিযোগ করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।