গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতাপল্লী থেকে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় দুই অপহৃতকে র্যাব উদ্ধার করে।
র্যাব-১২, সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, এক সপ্তাহ আগে গাজীপুরের দুই গার্মেন্টস কর্মীকে ভালো চাকুরির প্রলোভন দেখিয়ে এ চক্রের সদস্যরা টাঙ্গাইল পতিতালয়ে এনে বিক্রি করে। পরে অপহৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) থেকে বুধবার(৩ ফেব্রুয়ারি) পর্যন্ত টাঙ্গাইলস্থ কান্দাপাড়া পতিতাপল্লীতে একাধিকবার অভিযান চালিয়ে দুই অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারের অভিযোগে পতিতাপল্লীর সালমা আক্তার, ঝর্ণা আক্তার ও মতিউর রহমান মতিকে আটক করা হয়। মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।