স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে পাসপোর্ট অফিসে ১৪ জন দালালকে আটক করেছে র্যাব। বুধবার (৫ জুলাই) দুপুরে র্যাব-১২ সদস্যরা পাসপোর্স অফিস থেকে তাদেরকে আটক করে।
র্যাব সূত্রে জানাযায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে আসা সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করে আসছে। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা দালালদের কাছ থেকে ফরম গ্রহণ করতে অস্বীকার করলে তারা পাসপোর্ট অফিসে হামলা চালায়। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ফরম জব্দ করা হয়। তারা আরও জানায়, এই চক্রটির মূল হোতা পলাতক আসামী ইমু, সায়েম, মানিক, রউফ, লিটন ও মামুন পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট করে দেয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যায়। এবং আটককৃতদের কাছ থেকে ১৬০০০ টাকা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, টাঙ্গাইল পৌরসভার আকুর টাকুর পাড়া এলাকার মৃত অরুন চক্রবর্তীর ছেলে কমল চক্রবর্তী (৩১), ডাক্তার ওয়াব আলীর ছেলে মো. খোরশেদ আলম (৩৪), সনিল কুমারের ছেলে কার্তিক কুমার (২৩), মো. মকদম মিয়ার ছেলে সুজন মিয়া (২৬), ষ্টাফ কোয়ার্টার গণপূর্ত বিভাগ এলাকার মো. এরশাদ আলী খান’র ছেলে নুর মোহাম্মদ খান (৩৮), মোঃ আবুল হোসেন চৌধুরী’র ছেলে মো. শামীম চৌধুরী, সদর উপজেলার বৈল্লা বাজার এলাকার মৃত আব্দুল বারেক’র ছেলে মো. জাকির হোসেন (৩৭), খোর্দ্দ যোগনী গ্রামের মো. আব্দুল হাকিম’র ছেলে মো. জাহিদুল ইসলাম রাজিব (৩০), দুলের চর এলাকার মো. আবু সাইদ’র ছেলে মো. রুহুল আমিন (২৫), কাগমারী এলাকার মো. সামছুল হক’র ছেলে মো. মাহমুদুল হক টুটুল (২৪), মধুপুর উপজেলার টিকরী গ্রামের মৃত জহের আলী’র ছেলে মো. লুৎফর রহমান (৪৫), গোপালপুর উপজেলার বড় কুমুল্লি গ্রামের মো. মহির উদ্দিন’র ছেলে মো. রিয়াজ উদ্দিন, কালিহাতী উপজেলার বাহরামপুর গ্রামের মো. আ. হামিদ’র ছেলে মো.৩ আব্দুল খালেক (৪৮), ও একই উপজেলার আদাবাড়ী গ্রামের আশরাফ হোসেন’র ছেলে মেহেদী হাসান উজ্জল।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাশ জানান, পাসপোর্ট অফিস ও আশপাশ থেকে অভিযান চালিয়ে তাদেরেক আটক করা হয়। আটককৃত দালাল চক্রের সাথে পাসপোর্ট অফিসের কেউ জড়িত আছে কিনা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এবং তিনি আরও জানায়, দালাল চক্রের অপরাপর সদস্যদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, সশস্ত্র চরমপন্থী ও জঙ্গি গ্রেপ্তারে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর অভিযান অব্যাহত থাকবে।