গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন ও কাউন্সসিলর পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে রোববার(১৩ ডিসেম্বর) দুপুরে তারা প্রার্থীতা প্রত্যাহার করেন।
টাঙ্গাইল পৌর সভার মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জাফর আহম্মেদ ও জাতীয় পার্টির প্রার্থী মো. মোজাম্মেল হক মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কাউন্সসিলর পদে ৬নং ওয়ার্ডের প্রার্থী রিপন, ৭ নং ওয়ার্ডের ফয়সাল আহম্মেদ শামীম, ৯ নং ওয়ার্ডের ছাত্তার মিয়া, ১২ নং ওয়ার্ডের এখলাস মিয়া ও ১৩ নং ওয়ার্ডের প্রার্থী আরিফুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও টাঙ্গাইল পৌর সভার রির্টানিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, রোববার(১৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত মেয়র পদে ২ জন ও কাউন্সিলর পদে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আচরণবিধি লঙ্ঘণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।