গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে মেয়র নির্বাচিত করার লক্ষে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জামিলুর রহমান মিরন, মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রম, মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে মেয়র পদে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা-জনতার প্রতি আহ্বান জানান।