গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল পৌর নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে শেষ হয়েছে। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি দিনে প্রশিক্ষণ প্রদান করেন, টাঙ্গাইল পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসাইনসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোকলেছুর রহমান। এসময় জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
দুই দিনে ১হাজার ১৮জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।