গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান মিরন এবং মির্জাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা সাহাদৎ হোসেন সুমন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন।
এ উপলক্ষে শনিবার(২০ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা জামিলুর রহমান মিরন। প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর খান মেনু, যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা শহীদ মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ। অনুষ্ঠানে ২৪ জন কাউন্সিলরও দায়িত্বভার বুঝে নেন।