মু. আবিদ মল্লিক জয়ঃ
টাঙ্গাইল প্রথম বিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার(১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট উপ-পরিষদ আয়োজিত এ খেলার উদ্বোধন করেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। এ সময় জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা আব্দুর রৌফ খান রোকন, জহুরুল ইসলাম সম্রাট, মঈনুল ইসলাম লিন্টু, তাসফিক আলম সফিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে থানাপাড়া ক্লাব বনাম আকুর টাকুর যুব সংঘ।
খেলায় ১৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে থানাপাড়া ক্লাব, প্যাড়াডাইস পাড়া স্পোটিং ক্লাব, ইষ্টার্ণ স্পোটিং ক্লাব, প্রগতিশীল স্বদেশী ক্লাব, আকুর টাকুর যুব সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, মারুফ স্মৃতি ক্রিকেট ক্লাব, ইয়ং স্টার ক্লাব, কাপাপো ক্রীড়া চক্র, মসজিদ রোড ক্লাব, ইয়ং স্পোটিং ক্লাব, টাঙ্গাইল ক্রিকেট ক্লাব, সূর্য তরুণ যুব সংঘ, সিটি ক্লাব ও স্কয়ার ক্রিকেট ক্লাব।