গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল হাই কেয়ার (বধির) স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন স্থানীয় রাইফেলস ক্লাব সংলগ্ন মাঠে বুধবার(৯ মার্চ)অনুষ্ঠিত হয়েছে।
হাই কেয়ার স্কুলের প্রধান শিক্ষক এবং সদস্য সচিব ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. ইয়াসিন আলী, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুল জলিল মিয়া ও টাঙ্গাইল সমাজসেবা কার্যলয়ের কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। এসময় আরো উপস্থিত ছিলেন ডা. শম্ভুনাথ চক্রবর্তী, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল), হাই কেয়ার (বধির) স্কুল পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ আলী আকবর, বীরেন্দ্র কুমার বাগচী, মিসেস নুরুন্নাহার রোজী, কোষাধক্ষ্য সৈয়দ শহিদুল ইসলাম (শহিদ) প্রমুখ।
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মমতাজ বেগম, শামছুন নাহার, মাছুমা বেগম, জেসমিন আক্তার, মালা ভৌমিক, মাসুদ রানা, ড্রয়িং শিক্ষক কাজী লুৎফুল করিম (মনজু), সঙ্গীত শিক্ষক কামরুন নাহার ও শিক্ষার্থী’সহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন।