গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের সরকারি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বুধবার(২০ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজুয়ান।
দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নানা খেলায় অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব প্রদর্শন করে।
পুরস্কার বিতরনী পর্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুনিরা সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ। দু’টি পর্বেই সভাপতিত্ব করেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম।