গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের ব্লাস্ট ইউনিট কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার(৭ এপ্রিল) দিবাগত রাত থেকে রোববার(১০ এপ্রিল) সকাল ৯টার আগে যে কোন সময় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার(৭ এপ্রিল) বিকাল ৫টায় নিয়মিত অফিসের কার্যক্রম শেষে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অফিস তালাবদ্ধ করে চলে যান। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার(১০ এপ্রিল) সকাল ৯টায় ব্লাস্টের প্রোগ্রাম সাপোর্ট স্টাফ জুরান চন্দ্র দাস ও ইন্টার্নী ঝুমুর আক্তার অফিসের তালা খুলতে গিয়ে অফিসের সামনে ও পিছনের বারন্দার গ্রিল এবং দরজার কয়েকটি তালা ভাঙ্গা দেখতে পান। তখন তারা অফিসে প্রবেশ করে বিভিন্ন কক্ষের তালা ভাঙ্গা ও হ্যাজবল্ড কাটা অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ বিষয়টি তারা ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া, সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান ও প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. রাশেদ খান মেননকে (রাসেল) মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন।
তারা দেখতে পান, অফিসের সামনে ও পিছনের বারন্দার গ্রিল কেটে চোরদল ঘরে প্রবেশ করে। ঘরের বিভিন্ন কক্ষের দরজার তালা ভেঙে বাথরুম ফিটিংসগুলো সহ চোরদল অফিসের ডেক্সটপ কম্পিউটার, একটি মনিটর, একটি ইউপিএস, দুইটি বাথরুম ও রান্নার ঘরের ষ্টীলের ৫টি ছোট বিফ কক্, দুইটি বেসিনের ষ্টীলের ২টি বড় বিফ কক, ২ টি ষ্টীলের শাওয়ার, ৪ টি ষ্টীলের বেসিনের সুইসলক, ২ টি ষ্টীলের টাওয়ারেল সহ যাবতীয় বাথরুম ফিটিংস নিয়ে যায়।
ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটে চুরির ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ওবায়দুল করিম বাবলু, স্থানীয় ব্যবসায়ী সরোয়ার হোসেন খান, নজরুল ইসলাম মৃদুল সহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই ঘটনায় ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান টাঙ্গাইল মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূইয়া সোমবার(১১ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেন।