গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল রাইফেলস্ ক্লাবের উদ্যোগে ও স্ট্যান্ডার্ড ব্যাংকের টাঙ্গাইল শাখার সহযোগিতায় শনিবার(৯ জানুয়ারি) হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম চন্দ্র পাল।
ব্যাংকের ম্যানেজার মো. রফিকুল ইসলাম(এসএভিপি)-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বেসরকারি সংগঠন সেবা’র নির্বাহী পরিচালক রিয়াজ আহমেদ লিটন, টাঙ্গাইল রাইফেলস্ ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঠান্ডু, অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।