গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে জেলা ছাত্রদলের সভপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার(১২ নভেম্বর) টাঙ্গাইল শহরে অর্ধদিবস হরতাল আহবান করেছে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ হরতালের ডাক দেয়া হয়।
বুধবার দুপুরে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা ছাত্রদল সভাপতিকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। ওই আটকের প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে টাঙ্গাইল জেলা ছাত্র দলের সভপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি খাবারের হোটেল থেকে আটক করে গোয়েন্দা পুলিশ(ডিবি)।