গণবিপ্লব রিপোর্টঃ
‘মর্যাদায় হলে সমতা, কমবে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে স্বাবলম্বী নারীদের নিয়ে ‘যোগ্যতায় গড়ি সমতা’ মেলার আয়োজন করেছে আলোকিত মানুষ প্রকল্প টাঙ্গাইল জেলা শাখা।
রোববার(৬ মার্চ) সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় টাঙ্গাইলের বৈল্যা বাজার মাঠে দিনব্যাপি মেলার উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
মেলা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেবুন্নাহার জেবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রকল্প সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, জেলা প্রকল্প কর্মকর্তা নিলুফা খানম প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নারীদের তৈরি দ্রব্য সামগ্রীর স্টলগুলো প্রদর্শন করেন।