গণবিপ্লব রিপোর্টঃ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ৪জন প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা রির্টানিং অফিসার আলিমুজ্জামান এই প্রতীক বরাদ্দ করেন।
এরমধ্যে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম পেয়েছেন গামছা প্রতীক, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা, এনডিপি’র আতাউর রহমান খান পেয়েছেন টেলিভিশন ও ইউনাইটেড পিপলস পাটির ইমরুল কায়েসকে পেয়েছেন আম প্রতীক।
এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, আগামী ১০ নভেম্বর কালিহাতী আসনে উপ-নির্বাচনে আমি যদি নির্বাচিত হই তবে সবার আগে সরকারি দলের প্রার্থীকে অভিনন্দন জানাব। সরকারি দলের প্রার্থীরও সেই মনোভাব থাকা দরকার। জনগণ যদি ভোট দিতে পারে তবে সেটা হবে সরকারের সফলতা।
এরআগে, বুধবার টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বুধবার কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকেন মোট চারজন।
উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বুধবার বিকাল ৪টার পর তিনজন প্রার্থী নিয়ম অনুযায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হচ্ছেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, একই দলের কালিহাতী উপজেলা শাখার সভাপতি হাসমত আলী এবং জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের ব্যাপারে সহকারি রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। টাঙ্গাইল-৪ আসনে কাদের সিদ্দিকী ছাড়া অন্য তিনজন প্রতিদ্বন্দ্বি হচ্ছেন, আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের(বিএনএফ) আতাউর রহমান খান ও ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী ইমরুল কায়েস।
জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী টাঙ্গাইল প্রেসকাবে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, ১৪ দল থেকে সোহেল হাজারীকে মনোনয়ন দেয়ায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। তিনি জানান, যেহেতু ১৪ দল থেকে এক জন প্রার্থী রয়েছে সুতরাং আমি নির্বাচনে অংশ গ্রহন করতে পারি না। আমি আশা করি এই নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হবে। ১৪ দল থেকে ভবিষ্যতে আমাকে অন্য কোন উপজেলায় মনোনয়ন পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জাতীয় পাটির(জেপি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, এসএম মানিক ও কালিহাতী উপজেলা শাখার সভাপতি মো. আতোয়ার রহমান প্রমুখ।
প্রকাশ, গত ১১ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গত ১৩ অক্টোবর যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়। প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন চার জন। আগামী ১০ নভেম্বর ওই আসনে ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সাংসদ প্রাজ্ঞ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী নিউইয়র্কে এক সভায় আপত্তিকর মন্তব্য করে মন্ত্রীত্ব হারান, দলের প্রেসিডিয়াম ও সদস্য পদ থেকে বহিস্কৃত হন। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর জাতীয় সংসদ থেকে সেচ্ছায় পদত্যাগ করায় আসনটি শূণ্য ঘোষণা করা হয়।