
টাঙ্গাইল ১৫ সেপ্টেম্বর: ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে টেন্ডার ছাড়াই টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের দুটি গাছ কর্তন করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের দক্ষিণ পাশে লিচু গাছ ও শনিবার আম গাছ কর্তন করা হয়। এ নিয়ে সচেতন মহলের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলা পরিষদের প্রধান ফটনের দক্ষিণ পাশে ৫ জন শ্রমিক আম গাছে ডাল পিকাপে তুলছে। কাছ কাটার বিষয়ে জানতে চাইলে রহিম নামের এক শ্রমিক বলেন, আমাদের গাছ কাটতে বলা হয়েছে। গতকাল শুক্রবার লিচু গাছ কেটে এখান থেকে সরিয়ে ফেলেছি। আজ আম গাছ কর্তন করছি।

শ্রমিকদের সর্দার মো. মোশারফ হোসেন গণবিপ্লবকে বলেন, টাকার বিনিময়ে আমরা কাজ করি। গাছ কাটার বিষয়ে কোন অনুমতি আনা হয়েছে কিনা তা আমি বলতে পারবো না। তবে আমাদের এখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারীর কর্মী সাইফুল ইসলাম নিয়ে এসেছেন।
এ বিষয়ে মো. সাইফুল ইসলাম গণবিপ্লবকে বলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী ও ইউএনও স্যার গাছ কাটার অনুমতি দিয়েছেন তাই গাছ কাটা হচ্ছে। বিশেষ করে উপজেলা পরিষদে গাড়ি প্রবেশের সময় গাছগুলো বাধা হয়ে দাড়ায়। তাই গাছগুলো কাটা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও গাছ কাটার অনুমতি নিয়েছেন।
এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী গণবিপ্লবকে বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। আমি কাউকে গাছ কাটার কোন অনুমতি দেইনি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।