আন্তর্জাতিক ডেস্কঃ
বাইরে তখন -৩৫ ডিগ্রি সেলসিয়াস। চারদিকে শুধু সাদা বরফে ঢাকা পাইনের সারি। দূরদূরান্তে সাদা তুষারের চাদর ছাড়া আর কিছুই চোখে পড়ে না বললে চলে। সেই হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে হেঁটে মারা গেলেন দু’জন। ঘটনাটি রাশিয়ার সাখা রিপাবলিকের।
অ্যানাসট্যাসিয়া জেনেকোভা ও অ্যালিয়োনা ডেরগুনোভা। দুজনেরই বয়স বছর ২০। অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাদের আলাদা আলাদা দুটি গাড়িতে করে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যায়। তারপর জঙ্গলের মধ্যেই একটি শিকারি কুঁড়েঘরে তাদের সঙ্গে রাত কাটানোর জন্য ওই দুই তরুণীকে জোর করে তারা। জায়গাটি ওলিয়োকমিনস্কের থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে আসবেস নামের একটি এলাকা বলে জানা গেছে। সম্ভ্রম বাঁচাতে পালান ওই দুই যুবতি। বাইরে -৩৫ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যেই নিরাপদ স্থানের উদ্দেশে হাঁটতে শুরু করেন তারা।
পরদিন সকালে জঙ্গলের মধ্যে ১০ কিলোমিটার দূরের একটি পরিত্যক্ত ফার্ম হাউজ়ের ভিতর উদ্ধার হয় এক তরুণীর মৃতদেহ। ফার্ম হাউজ়ের স্টোভের পাশে পড়েছিল তাঁর দেহটি। খানিকটা দূরেই পড়েছিল দ্বিতীয় তরুণীর দেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, তাদের গায়ে আঘাতের কোনও চিহ্ন ছিল না বলেই জানিয়েছে পুলিশ। যা থেকে অনুমান, প্রবল ঠান্ডায় জমে গিয়েই মৃত্যু হয়েছে ওই দুই যুবতির।