জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনের সম্মেলন সমাপ্ত হয়েছে গত ৩০ জুলাই(বৃহস্পতিবার)। প্রতি বছরই অনুষ্ঠিত হয় এ ধরনের সম্মেলন। মাঠপর্যায়ের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ষিক এ সম্মেলন গ্রামীণ জনপদের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। এরই ধারাবাহিকতায় এবারের সম্মেলনে ২৫৩টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আগরতলার সঙ্গে নতুন সড়ক-রেল যোগাযোগ, ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীসহ চলমান নানা সমস্যাও আলোচনায় স্থান পায়। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে জেলা প্রশাসকদের সবচেয়ে বেশি চাহিদা বলে গণমাধ্যমের খবরে স্পষ্ট। এ ছাড়া সম্মেলনে উত্থাপিত ডিসিদের অধিকাংশ দাবি-দাওয়া জনগণের স্বার্থসংশ্লিষ্ট বলেই প্রতীয়মান হয়েছে।
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে অস্বীকার করা যায় না। স্থানীয় প্রশাসক হিসেবে জনগণের ন্যায্যতা তাদের মাধ্যমেই পূরণ হওয়ার কথা। ফলে তাদের দাবি-দাওয়ার প্রতি কেন্দ্রীয় সরকারের সমর্থন ও সহযোগিতার বিষয়টি ইতিবাচক হিসেবেই বিবেচনা করা সঙ্গত। আবার এ কথাও সত্য যে, গণস্বার্থের পাশাপাশি ডিসিরা তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদিও তুলে ধরেন। অতীতের সম্মেলনগুলোতে বিচারিক ক্ষমতা, সহকারী কমিশনারদের (ভূমি) জন্য গাড়ি সুবিধা এবং পত্রিকার ডিক্লারেশন বাতিল করার ক্ষমতাও ডিসিদের দাবি করতে দেখা গেছে। যদিও এসব মানা হয়নি। আমরা বলতে চাই, ডিসিরা যেন শুধুই তাদের স্বার্থচিন্তায় বিভোর না থেকে গণস্বার্থের কথা মাথায় রেখে প্রস্তাব করেন।
তথ্যমতে, এবার ২৫৩টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি ২৫টি প্রস্তাব ভূমি মন্ত্রণালয়সংশ্লিষ্ট। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাব রয়েছে ২৪টি। বলা বাহুল্য যে, দুর্নীতি বাংলাদেশের অগ্রগতির প্রধানতম একটি সমস্যা হিসেবে চিহ্নিত। উদ্বেগজনক এ কারণে যে, দুর্নীতির ভয়াবহ বিস্তার সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত। দুর্নীতির বিষয়ে সাংঘাতিকভাবে জিরো টলারেন্স উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, এ দুর্নীতি একেবারে তৃণমূলে। তৃণমূল থেকে একেবারে সর্বোচ্চ স্তর মন্ত্রণালয় পর্যন্ত দুর্নীতির মূল উচ্ছেদ করব।’ আমরাও মনে করি তৃণমূল থেকে দুর্নীতির মূলোৎপাটনে ডিসিদের অন্যতম ভূমিকা রয়েছে।
সম্মেলনে ‘এক জেলায় এক পণ্য’ নীতি চালু এবং ভেজালবিরোধী অভিযানে ডিসিদের আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। অন্যদিকে বিভিন্ন জেলার খালি পড়ে থাকা শিল্পপ্লটগুলো উদ্যোক্তাদের মাঝে বিতরণের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী। এ ছাড়া ভূমি অফিসসংক্রান্ত জনভোগান্তি, প্রবাসীকল্যাণ, নদী ভাঙনসহ বিভিন্ন মন্ত্রণালয়সংশ্লিষ্ট এজেন্ডার বিপরীতে এ সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রীরা ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনীয় বিদুৎ উৎপাদনসাপেক্ষে বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন করা হবে বলেও জানানো হয়েছে সম্মেলনে। কিন্তু প্রশ্ন হলো, এত সব সীমাবদ্ধতা নিয়ে জেলা প্রশাসন কি আদৌ জনগণের জীবনমান ও নিরাপত্তার সার্বিক দেখভাল করতে পারছে? বিষয়টি সরকারকে আরো গভীরভাবে খতিয়ে দেখে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এটা নিশ্চিত করেই বলা যায়, জেলার সর্বোচ্চ কর্তৃত্ব জেলা প্রশাসন যদি তাদের দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে সক্ষম হয়, তাহলে গ্রামীণ মানুষের জীবনমান আরো উন্নত হতে পারে। অথচ অতীতে দেখা গেছে, ডিসিরা তাদের কর্তৃত্ব ফলাতেই বেশি উৎসাহী; সাধারণ মানুষের আবেগ-অনুভূতি, চাওয়া-পাওয়া, দুঃখ-বেদনার সঙ্গে তাদের পরিচয় খুবই সামান্য। আমাদের প্রত্যাশা প্রতি বছর ডিসি সম্মেলনের অধিবেশনগুলোতে গণমানুষের স্বার্থের কথাই উঠে আসুক। আবার এটাও স্বীকার করতে হবে, ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ডিসিরা দক্ষতার সঙ্গে সামলিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে চলতি বছরের ৯২ দিনের নাশকতা, নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকান্ড সফলভাবে নিয়ন্ত্রণ করেন। এ জন্য ডিসিরা ধন্যবাদ পাওয়ার যোগ্য, যা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সর্বোপরি বলতে চাই, এ সম্মেলন যেহেতু সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতি বছর আয়োজিত হয়ে থাকে, তাই আমাদের প্রত্যাশা এ সম্মেলনে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হোক। সরকার ডিসিদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে তৃণমূলের জনগণের ভাগ্যোন্নয়নে আরো অবদান রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।