গণবিপ্লব রিপোর্ট:
আগামী ১১ সেপ্টেম্বর থেকে পবিত্র ঈদুল আযহার সরকারি ছুটি। কিন্তু এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ কর্মদিবস। অনেকেই অফিসে হাজিরা দিয়ে রাজধানী থেকে ফিরছেন বাড়ির পানে। কিন্তু এরই মধ্যে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষেরা।
বিশেষ করে যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার তীব্র যানজট লেগে আছে।
ঈদে উত্তরের ১৬ জেলা, দক্ষিণের কুষ্টিয়া অঞ্চল আর টাঙ্গাইলের পথের বাসযাত্রীরা প্রতি বছরই ভোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটে। মহাসড়কের মির্জাপুর, দেলদুয়ার, বাসাইল, টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুরের অংশটুকুতে সারা বছরই লেগে থাকে যানজট। মাঝে মধ্যেই যানজটের সারি চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ হয়ে যায়।
এবার ঈদ যাত্রা শুরুর আগেই দীর্ঘ যানজটের ভোগান্তি শুরু হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই এ সড়কে থেমে থেমে যান চলছে । বুধবার ৭ সেপ্টেম্বর থেকে যানজট স্থায়ী আকার ধারণ করেছে। উত্তরবঙ্গের অনেক বাস দেলদুয়ারের ওপর দিয়ে সাভার হয়ে ঢাকা যাচ্ছে। আবার কেউ আসছে সাগরদীঘি হয়ে গাজীপুর দিয়ে রাজধানীতে যাচ্ছে। এতে বিকল্প লোকাল সড়কেও যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদে অতিরিক্ত যাত্রী চাপে যানবাহন বাড়ার পাশাপাশি এ ঈদে যোগ হচ্ছে কোরবানির পশু বহনকারী ট্রাকের চাপ।
এদিকে যানজট নিরসনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে। তাদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও মহাসড়কে কাজ করছেন। তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।
এরআগে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর দিনগত রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। টাঙ্গাইলের করটিয়া থেকে মির্জাপুর এবং গাজীপুর জেলার চন্দ্রা পর্যন্ত ৪৫ কিলোমিটার এলাকার দুইপাশে যানজটে স্থবির হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা এ যানজটে কর্মস্থলে যাওয়া ও ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
মহাসড়কের নাটিয়াপাড়া, জামুর্কি, পাকুল্যা, শুভুল্লা, ইচাইল, গোড়াইল নয়াপাড়া, মির্জাপুর বাইপাস, বাওয়ার কুমারজানি, দেওহাটা, ধেরুয়া, সোহাগপাড়া, গোড়াই, ক্যাডেট কলেজ ও বোর্ড এলাকায় যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।
এদিকে ভুক্তভোগী যানবাহনের চালক, যাত্রী ও পুলিশ জানায়, বিভিন্ন জায়গায় যানবাহন বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বুধবার ৭ সেপ্টেম্বর দিনভর মহাসড়কে থেমে থেমে যানজট লাগে। বিকালের দিকে যানবাহনের চাপ কমতে শুরু করলে যানজটও কমতে শুরু করে। তবে সন্ধ্যার পর থেকে পশুবোঝাই ট্রাকের সংখ্যা বাড়তে থাকে। ফলে মহাসড়কের গোড়াই, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর, শুভুল্যা, কদিমধল্যা এলাকায় থেমে থেমে যানজট লাগে।
বুধবার ৭ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাঐখোলা নামক স্থানে হাইপ্রেসার সিএনজির কাছে ঢাকাগামী একটি লরির সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষ হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে রাস্তার ওপর দুটি যানবাহন বিকল হয়ে পড়েছিল। ফলে যানজট বাধে। এতে মহাসড়কে যানজটের পরিধি বাড়তে থাকে। একপর্যায়ে রাতে যানজট মির্জাপুরের গোড়াইয়ের ক্যাডেট কলেজ এলাকা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর টাঙ্গাইল জেলা পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়। এরপর আবার যান চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কিছুটা কমতে শুরু করে। তবে মহাসড়কের শুভুল্যা এলাকায় দুটি ও মির্জাপুরে একটি ট্রাক বিকল হওয়াতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ ছাড়া সকাল আটটার দিকে মহাসড়কের করাতিপাড়া মাদারজানী সেতুর কাছে পেছন থেকে একটি ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর সামনের ট্রাকটি আড়াআড়ি হয়ে পড়ে যায়। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে নাটিয়াপাড়া থেকে টাঙ্গাইল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
যানজটে দুর্ভোগের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া থেকে চট্টগ্রামগামী গরুবোঝাই ট্রাকচালকের সহকারী সুকান্ত কুমার বিশ্বাস জানান, গতকাল রাত ১১টার দিকে তাঁরা বঙ্গবন্ধু সেতু পার হয়ে যানজটে পড়েন। সেখান থেকে মির্জাপুর পর্যন্ত মাত্র দেড় ঘণ্টার রাস্তা নয় ঘণ্টায় পার হন।
টাঙ্গাইল পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. এশরাজুল ইসলাম জানান, ঈদের সময় ফিটনেসবিহীন অনেক গাড়ি রাস্তায় নামার কারণে ঘনঘন গাড়ি বিকল হয়ে পড়ছে। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে।
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তবঙ্গের ১৬টি জেলার ৯২টি রোডসহ ১১৬টি রোডের যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করছে। এতে করে দুই লেনের এই মহাসড়কে ১০ গুণের বেশি যানবাহন চলাচল করছে। এ জন্য মহাসড়কে কয়েকটি পয়েন্টে যানজট লেগেই থাকছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান জানান, উত্তরাঞ্চলের ২২টি জেলার যানবাহন ছাড়াও টাঙ্গাইল, জামালপুর, শেরপুর জেলার গরুবাহী ট্রাক ও যানবাহন এখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক দিয়ে যাতায়াত করছে।
বিপুল সংখ্যক যানবাহনের চাপে এই মহাসড়কে যানজট দেখা দিয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ, কয়েকটি, ফ্লাইওভারের কাজ, দুর্ঘটনা এবং গাড়ি বিকল হয়ে পড়ায় যানজট সৃষ্ট হয়েছে।