গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কের কোনাবাড়ি এলাকায় লিংক রোডে গাড়ির চাপ বেশি হওয়ায় এই রুট ব্যবহারকারী বাস, ট্রাক, টেম্পুসহ অন্যান্য যানবাহন ধীরে ধীরে চলছিলো। এতে দুপুরের দিকে মৌচাক থেকে কড্ডা পর্যন্ত ১০ কি.মি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় মারাত্মক দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।
তবে সড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে হাইওয়েতে পর্যাপ্ত পুলিশ না থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন চালকরা।