ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।
এদিকে, এ ঘটনায় মহাসড়কের উভয়পাশে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী একটি পিকআপ একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। কিন্তু চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিলে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ চালকের।