গণবিপ্লব রিপোর্ট :
বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ১৬ জন ছাত্রকে আমরা বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। তাদের অপরাধ ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়া, প্রশ্ন জালিয়তি, নারী নির্যাতন ও নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন হিজবুত তাহ্রীরের সঙ্গে জড়িত ছিল। সুপারিশ অনুমোদন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সভায় প্রক্টোরিয়াল বডির সুপারিশ অনুমোদন দেয়া হয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।