গণবিপ্লব রিপোর্টঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল বিন্দু বাসিনী সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে স্কুলের ছাত্রীরা এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে ছাত্রীরা তাদের বক্তব্যে মেধাবী ছাত্রী তনু’র হত্যাকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. রেজুয়ান, শিক্ষিকা সাদিকুন নাহার প্রমুখ।