কামরুল হাসানঃ
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুশ্চিন্তার কোন কারণ নেই। সরকারের কোষাগারে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে। বন্যা দুর্গতরা যতদিন পর্যন্ত তাদের বাড়িতে ফিরতে না পারেন ততদিন সরকার সাহায্য করে যাবে। শুধু ধৈর্য ধরে বুকে সাহস নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী নিয়ে সরকারি কর্মকর্তা, কর্মচারি ও জনপ্রতিনিধিদের ছিনিমিনি কোনভাবেই সহ্য করা হবেনা। তিনি সোমবার(১ আগস্ট) বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনাতীরবর্তী গোহালিয়াবাড়ী ইউনিয়নের গেড়িলাবাড়ী গ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, টাঙ্গাইলে বন্যা দুর্গতদের মাঝে ২১০ মে.টন চাল এবং নগদ ১২ লাখ টাকা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। বন্যার্তদের সহায়তার জন্য আগামী ২-১ দিনের মধ্যে আরও ২০০ মে.টন চাল এবং ২০ লাখ টাকার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, তিনি ভাল থাকলে দেশের মানুষ ভাল থাকবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন প্রমুখ।