গোপালপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল বাজারের কাছে নিখিল চন্দ্র জোয়ারদার হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার(৩ মে) ভোরে ওই ঘটনায় জড়িত সন্দেহে নিহত নিখিলের ভাতিজি জামাই গৌতম রুদ্রকে(৩৫) ঢাকার উত্তরা থেকে আটক করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি গোলাম মাহফীজুর রহমান জানান, নিহত নিখিল চন্দ্র জোয়ারদারের ভাতিজি স্বর্ণাকে গত দুই বছর আগে বিয়ে করে গৌতম রুদ্র্র। বিয়ের এক বছরের মাথায় রুদ্র ও স্বর্ণার বিয়ে বিচ্ছেদ ঘটে। বিয়ে বিচ্ছেদের পর থেকেই গৌতম রুদ্র তার সাবেক স্ত্রী স্বর্ণার চাচা নিখিল চন্দ্র জোয়ারদারকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছিল। এ হত্যাকান্ডে আটক গৌতম রুদ্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল বাজারের কাছে নিজ বাড়ির পাশে শনিবার(৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিখিল চন্দ্র জোয়ারদার নিজ বাড়ির সামনে তার ট্রেইলারিং এর দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন যুবক এসে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাথারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগের ভেতর কয়েকটি চারটি ককটেল উদ্ধার করা হয়।