গণবিপ্লব রিপোর্টঃ
সাবেক মন্ত্রী ও প্রাজ্ঞ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, আলী আজগর খান দাউদ একজন অনুকরণীয় আওয়ামীলীগার ছিল। স্বাধীনতাপূর্ব উত্তাল দিনগুলোতে গণমানুষের পক্ষে কাজ করেছে। সে ১৯৬৯-৭০ সালে সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলার দায়িত্বে ছিল। তিনি জোর দিয়ে বলেন, দাউদের পরিবারের জন্য তাঁর দুয়ার সব সময় উন্মুক্ত থাকবে, যে কোন সময় যে কোন সহযোগিতার জন্য তিনি(আবদুল লতিফ সিদ্দিকী) তৈরি থাকবেন। তিনি শনিবার(১৭ সেপ্টেম্বর) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আজগর খান দাউদের জানাযা নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক খাদ্যমন্ত্রী ও সাংসদ ড. আব্দুর রাজ্জাক, সাংসদ আলহাজ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। জানাযা নামাজে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান চৌধুরী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সাংসদ অনুপম শাজাহান জয় সহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় তাঁর লাশ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, জননেতা আবদুল লতিফ সিদ্দিকী যেমন আমার নেতা, আমার অভিভাবক,আমার গুরু; তেমনি আলী আজগর খান দাউদ ছিলেন আমার ভাই, রাজনৈতিক সহকর্মী।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলী আজগর খান দাউদ শনিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মেয়ের বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ১৯৬৯-৭০ সালে সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদের টাঙ্গাইল জেলার আহ্বায়ক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সহ বহু সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।