গণবিপ্লব রিপোর্ট :
দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের ১১ হাজার ৭০০ নারীকে প্রশিক্ষণ দেবে সরকার। এর মধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ১০ হাজার ৮০০ দরিদ্র নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ লক্ষ্যে (১ আগস্ট) সোমবার উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচন উদ্যোগ ‘নারী’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সাভারের গণকবাড়িতে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘নারী’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার তৈরি পোশাক শিল্পে উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক দরিদ্র নারীর কর্মসংস্থান এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে হাতেকলমে প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছে। তৈরি পোশাক শিল্পের মিড লেভেল ম্যানেজমেন্টে বিদেশি কর্মীদের জন্য প্রতি বছর ৫ বিলিয়ন ডলার খরচ হয়। এই পর্যায়ে ম্যানেজমেন্টের জন্য দেশি কর্মীদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করলে ৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ সাশ্রয় হবে।
তিনি এ বিষযে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরো বলেন, তৈরি পোশাক শিল্পে সরকারি উদ্যোগে দক্ষ কর্মী তৈরিতে এ ধরনের আবাসিক প্রশিক্ষণ এটিই প্রথম। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ গ্রহণকারী সবার কাজের সুব্যবস্থা হবে বলে আমি আশাবাদী।
নারী প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও ঈশ্বরদী ইপিজেড এলাকায় নারী প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম পর্যায়ে ৯০০ নারীকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া আগামী তিন বছরে বৃহত্তর রংপুর অঞ্চলের পাঁচ জেলার ১০ হাজার ৮০০ দরিদ্র নারীকে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বক্তৃতা করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী প্রশিক্ষণ বিষয়ে খোঁজখবর নেন এবং প্রশিক্ষণার্থীদের আবাসিক হোস্টেল ঘুরে দেখেন।