
ঘাটাইল ৮ এপ্রিল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন বিদ্যুতের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে তিগ্রস্ত দিনমজুর ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সতর্কতার সঙ্গে খাবার পৌঁছে দেয়ার মাধ্যমে প্রথম ধাপের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় দিঘলকান্দী ইউনিয়নের চার শতাধিক পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি আলু, হাফ কেজি ডাল দেওয়া হয়।
আব্দুল্লাহ আল মামুন বিদ্যুত এ সময় দিঘলকান্দী ইউনিয়নের দিনমজুর দরিদ্র মানুষদের আশ্বস্ত করেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এ দুর্যোগের সময় তিনি তাদের পাশে থাকবেন এবং যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।