দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী পুটিয়াজানি হাটের পেরিফেরিভুক্ত সরকারি জায়গা জবরদখল করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দোকানপাট নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুটিয়াজানি হাটের ভূমিতে সিমেন্টের খুঁটি ও টিনের ছাউনি দিয়ে কয়েকটি দোকানপাট এলাপাথারি উত্তোলণ করা হয়েছে। ফলে তোহা বাজার (কাঁচা বাজার) ফাঁকা জায়গার সংকটে পড়েছে। এতে বিপাকে পড়েছে তোহা বাজারে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, কয়েকজন অসাধু ব্যক্তি ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধভাবে দোকাপাট গড়ে তুলছে। ফাঁকা জায়গার অভাবে অস্তিত্ব হারাতে বসেেেছ ঐতিহ্যবাহী পুটিয়াজানি হাট বাজার। অবৈধ দখল ও স্থাপনা গড়ে ওঠায় হুমকির মুখে পড়েছে পুটিয়াজানি হাট বাজার ব্যবস্থাপনা।
পুটিয়াজানি হাটের ইজারদার মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, পুটিয়াজানি হাট বাজারের সরকারি জায়গা জবরদখল করে কয়েজন অসাধু ব্যক্তি বেশ কিছু দোকান উত্তোলণ করেছে। ফলে হাটের টোল আদায় করতে সমস্যা হচ্ছে। হাটের প্রায় সকল স্থাপনাই অবৈধভাবে গড়ে ওঠেছে বলে দাবি করেন তিনি। এমতাবস্থায় তিনি অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও অপসারনের দাবিও জানান। তিনি অভিযোগ করে আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে সহযোগিতা করছে স্থানীয় ভূমি অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, পুটিয়াজানি হাট-বাজারের নামে মোট ১২৪ শতাংশ ভূমি রয়েছে । তবে আবেদনের প্রেক্ষিতে কয়েকজন ব্যবসায়ীদের আইন অনুযায়ি বরাদ্দ দেয়া হচ্ছে। এলোপাথারিভাবে কাউকে দোকান উত্তোলনের জন্য বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু ওই হাট-বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসা করেও কোন বন্দোবস্ত তারা পায়নি। অথচ নতুন করে অবৈধ দখলদারদের অনুপ্রবেশ ঘটছে। এ ঘটনায় ওই হাট-বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
হাট বাজারের জায়গার ৩ ভাগের ২ ভাগ তোহা বাজারের (কাঁচা বাজার) জন্য ফাঁকা রাখতে হবে বলে হাট-বাজার ব্যবস্থাপনা আইনে বিধান রয়েছে। পুটিয়াজানি হাট-বাজারের ব্যবসায়ী সুরুজ্জামান লেবু, মুক্তার আলী, বেলাল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক অভিযোগ করে জানান, যে সকল ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ হাট-বাজারে দোকানপাট করে আছে তাদের মধ্যে অনেক ব্যবসায়ী টাকা-পয়সা দিয়েও এখনো বন্দোবস্ত পায়নি।
পুটিয়াজানি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফ খান বলেন, সরকারের কা^ছ থেকে বন্দোবস্ত নিয়ে তিনি দোকান উত্তোলণ করেছেন। তবে বাজারে মাঝখানের জায়গায় কিছু অবৈধ দোকানপাট থাকতে পারে। যারা বর্তমানে দোকানপাট নির্মাণ করছে তারা দীর্ঘদিন ধরে এ হাট-বাজারে দোকান করে আসছে। সরকারিভাবে বন্দোবস্ত নিয়ে স্থাপনা করছে।
এ ব্যাপারে পাথরাইল ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, তোহা বাজার দখল করে দোকান নির্মাণ করা অবৈধ। এলোপাথারি ভাবে দোকান-পাট উত্তোলণে কোন বন্দোবস্ত দেওয়া হয়নি। কেউ জবর দখল করে দোকান নির্মাণ করে থাকলে সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেলদুয়ার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রেজাউল করিম অবৈধ আর্থিক লেনদেনের কথা অস্বীকার করে বলেন, এসিল্যান্ড স্যার ছুটিতে আছেন। কেউ যদি অবৈধভাবে দোকান করে থাকে তাহেলে এসিল্যান্ড স্যার আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবীন্দ্র চাকমা বলেন, পুটিয়াজানি হাটের অবৈধ স্থাপনা বিষয়ে তার জানা নেই। বিষয়টি সরজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জনান।