দেলদুয়ার ২৮ ফেব্রুয়ারি : টাঙ্গাইলের দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সামনে তারা বিক্ষোভ করে।
এসময় উত্ত্যক্তকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানব বন্ধন করে তারা। পরে শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার যথাযথ বিচারের আশ্বস্থ করলে আন্দোলনরত শিক্ষার্থীরা মানববন্ধন ছেড়ে স্কুলে যায়।
জানা যায়, গত (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে জাঙ্গালিয়া গ্রামের আলী হোসেনের বখাটে ছেলে তানজিল। বিদ্যালয়ের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করায় তাদেরকেও মারপিট করে বখাটে তানজিল। জনৈক শিক্ষক এগিয়ে এলে তাকেও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ শেষে ফেরার পথে শিক্ষার্র্থীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায় বখাটে তানজিল ও তার সঙ্গীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন গণবিপ্লবকে জানান, দশম শ্রেণির ছাত্র তানজিলকে বিভিন্ন অভিযোগের দায়ে হোম টিসি দেয়াসহ বিদ্যালয় আঙিনায় প্রবেশেরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে সে নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ে প্রবেশ করাসহ শিক্ষাথীদের সাথে খারাপ আচরন করছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার গণবিপ্লবকে জানান, ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।