দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী গ্রামে ছেলে হত্যা মামলার বাদি বাবা আশরাফ আলীকে (৪৫) জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার(৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আশরাফ আলী উপজেলার গজিয়াবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
জানাগেছে, এক বছর আগে মসজিদের জায়গা নির্ধারণ নিয়ে তিন গ্রামের সংঘর্ষে আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত হয়। ছেলের নিহতের ঘটনায় বাবা আশরাফ আলী বাদি হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার(২৯ মে) সন্ধ্যা রাতে আশরাফ আলী প্রতিদিনের হাটাহাটি করতে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর না পেয়ে বাড়ি ফিরে আসে। সোমবার(৩০ মে) সকালে গজিয়াবাড়ীর পাশের গ্রাম বিন্দুরীয়ার একটি পরিত্যক্ত জমিতে আশরাফ আলীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, এক বছর আগের মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ ও বিরোধের জের ধরে আশরাফ আলীকে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন জানান, এলাকায় মসজিদের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। তার ছেলে হত্যায় থানায় একটি মামলার বাদিও ছিল আশরাফ আলী। ওই বিরোধের জের ধরে হত্যাকান্ডটি ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ তদন্ত করে প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানান ওসি।