দেলদুয়ার সংবাদদাতাঃ
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের দেলদুয়ারেও বুধবার(২০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কানিজ সুরাইয়া সুলতানা, মৎস্য চাষী তোফাজ্জল হোসেন, মানিক রতন ও নুর আলম। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আব্দুছ ছালাম খান।