দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুূয়ারে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বুধবার(১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের মাঝে আইডি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, উপজেলা কৃষি অফিসার কানিজ সুরাইয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার আব্দুর ছালাম খান।
প্রকাশ, উপজেলায় মোট ৮১৬ জন জেলের মাঝে এ আইডি কার্ড বিতরণ করা হচ্ছে।