দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেলদুয়ার লাউহাটী সড়কের শাহধারী পাড়া ব্রিজের দক্ষিণপার্শ্বে ট্রাক ও সিনজির মুখোমুখি সংঘর্ষে আনোয়ার মিয়া (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সবাতপুর গ্রামের বান্দু ব্যাপারীর ছেলে। এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি লাউহাটী থেকে দেলদুয়ার আসার পথে শাহধারীপাড়া ব্রিজের দক্ষিণপার্শ্বে পৌঁছলে বিপরীতদিন থেকে আসা মাটির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালক আনোয়ার গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।