দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে সোমবার(১১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বর্ণি নামকস্থানে ট্রাক খাদে পড়ে মাসুদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই ট্রাকটির মালিক ছিলেন। নিহত মাসুদ টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর পাড়ার মৃত মাখন মিয়ার ছেলে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, একটি বালুভর্তি ট্রাক উপজেলার বর্ণি যাচ্ছিল। ট্রাকটির মালিক মাসুদ চালকের পাশে বসা ছিলেন। ট্রাকটি বর্ণি পৌঁছলে এক পর্যায়ে পশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক মালিক মাসুদ বালুচাপা পড়ে নিহত এবং আহত হন অপর দুইজন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।