স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে ফজলু (৪০) নামের ডাকাতি মামলার এক আসামি খুন হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সারে এগারোটার দিকে তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে দুবৃত্ত্বরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুবাইল ইউনিয়নের কুপাখি গ্রামে। নিহত ফজলু কুপাখি গ্রামের বুদ্দ মিয়ার ছেলে।
পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে একই গ্রামের আবুল বাসক নামের এক ব্যক্তিকে আটক করেছে দেলদুয়ার থানা পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১০/১২ জন লোক তাকে এলোপাথারি কুপিয়ে খুন করে। তারা আরো বলেন, ফজুলুর সাথে প্রতিবেশীদের মধ্যে জমাজমিসহ পারিবারিক বিরোধ চলছিল। এছাড়া নেতৃত্ত্ব নিয়ে সামাজিকভাবে অনেকের সাথে বিরোধ রয়েছে। এসব বিরোধের জের ধরে হত্যাকান্ডটি ঘটতে পারে। অনেকের ধারনা, ডাকাতি কর্মকান্ডের সাথে জড়িতরাও তাকে হত্যা করতে পারে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে একই গ্রামের আবুল বাসক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খুনের ঘটনার মামলার প্রস্তুতি চলছে। নিহত ফজলু দেলদুয়ার থানায় একটি ডাকাতি মামলায় জামিনে ছিল।