দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে হিন্দু ছেলে কর্তৃক ৯ম শ্রেণির মুসলিম ছাত্রী ধর্ষণের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামে। ঘটনা ধামাচাপা দিতে এলাসিন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেনের নেতৃত্বে তার বাড়িতে সালিশী বৈঠক বসে। সালিশে ধর্ষককে ৩ লাখ টাকা জরিমানা এবং ধর্ষিতা ও তার পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।
সরেজমিনে জানাগেছে, ধর্ষণের শিকার মেয়েটির পরিবার খুবই দরিদ্র। তার বাবা নারায়নগঞ্জে একটি গার্মেন্টসে চাকুরি করেন। বাড়িতে মেয়েটি তার নানির কাছে থেকে এলাসিন নাছিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ালেখা করে। প্রতিবেশী নিতাই চন্দ্র দে’র ছেলে মন্তোষ চন্দ্র দে প্রায়ই মেয়েটির বাড়ি গিয়ে তাকে উত্যক্ত করে ও কু-প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হওয়ায় ১৯ মে(বৃহস্পতিবার) সন্ধ্যায় বাড়ি গিয়ে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। ছেলেটির পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় প্রথমে ২৫ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরে এলাসিন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেনের বাড়িতে এ বিষয়ে এক সালিশী বৈঠক বসে। সালিশে চেয়ারম্যানের সহকারী হিসেবে মহর তালুকদার, নজরুল তালুকদার, আমিনুর তালুকদার এবং ধর্ষকের পক্ষে নিত্যানন্দ, রনবাবু, জগদিশ চন্দ্র, রণজিৎ কর ও শান্ত ছাড়াও গ্রামবাসী উপস্থিত ছিলেন। সালিশে ধর্ষককে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ধর্ষিতাকে নিয়ে তার পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেন নব নির্বাচিত চেয়ারম্যান বেলায়েত হোসেন। ঘটনার পর থেকে মেয়েটি এলাকা ছাড়া।
খোঁজ নিয়ে জানা যায়, ধর্ষিতা চেয়ারম্যানের সালিশের নির্দেশে নারায়নগঞ্জে তার বাবার কাছে রয়েছে। এদিকে, ৮ জুন(বুধবার) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষটি নিয়ে আলোচনা হলে চেয়ারম্যান বেলায়েত হোসেন ধর্ষিতার পরিবারকে ঘটনা অস্বীকার করতে চাপ সৃষ্টি করেন এবং ইভটিজিং হয়েছে বলে অন্যদেরও প্রচার করতে বলেন। সম্প্রতি এভাবে আরও কয়েকটি ধর্ষণের ঘটনা চেয়ারম্যান ধামাচাপা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মাতব্বর নজরুল তালুকদার বলেন, চেয়ারম্যানের নেতৃত্বে ৩ লাখ টাকায় মিমাংসা হয়েছে। তিনি সব জানেন। তার সাথে কথা বলেন।
নিত্যানন্দের ছেলে প্রণয় চন্দ্র বলেন, মেয়েটির বাড়িতে সন্ধ্যায় মন্তোষ মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনাটি ৩ লাখ টাকায় মিমাংসা করা হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, কোন সালিশ হয়নি। উত্যক্ত করার ঘটনায় মেয়েটিকে নিয়ে তার পরিবারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে তিনি দাবি করেন।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ নেয়া হচ্ছে। ধর্ষককে গ্রেপ্তারের অভিযানে গিয়ে তাকে পাওয়া যায়নি।