দেলদুয়ার সংবাদদাতাঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে কোনভাবেই বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলণ। প্রায় চার মাস যাবত উপজেলার এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে বাঁধ দিয়ে বালু উত্তোলণের মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের ধলেশ্বরী নদীতে বাঁধ দিয়ে নদীর বুক থেকে ট্রাক ভর্তি করে বালু উত্তোলণ করা হচ্ছে। ওই বালু চলে যাচ্ছে জেলা সদর সহ দেশের বিভিন্ন এলাকায়। বালু উত্তোলণের জন্য নদীর বুকে দুইটি ড্রেজার মেশিনও বসানো হয়েছে। ওই ইউনিয়নের মুশুরিয়ার এবং ফাজলহাটি ইউনিয়নের মুন্সিনগর ও এলাচিপুরচরপাড়া গ্রামে এলেংজানি নদীতেও ড্রেজার মেশিন দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাসিন ইউনিয়ন পরিরষদের একজন মহিলা মেম্বার জানান, সবার সাথেই মিলে থাকতে হয়। সেজন্য কিছু বলতে পারছে না তিনি। কয়েকজন মৎস্যজীবী জানায়, নদীতে বাঁধ দেয়ায় তারা নৌকা চালাতে পারছেন না। ফলে তাদের মৎস্য আহোরণে সমস্যা হচ্ছে। তারা জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু বিক্রির রমরমা ব্যবসা চালাচ্ছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবীন্দ্র চাকমা জানান, বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। তিনি বালু উত্তোলণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।